৭টায় বাংলা (Seg 2): প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালের নামে 'নালিশ' মমতার, তুঙ্গে রাজনৈতিক বাদানুবাদ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসরকারি আধিকারিক নিয়োগ বিতর্কে প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালের (Jagdeep Dhankhar) সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, কেন্দ্রের পরামর্শ মেনে কাজ করতে গেলেও রাজ্যপাল প্রশ্ন করছেন। যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রী কোনও মন্তব্য করেননি। তবে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।
নেতাই যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে বাধা পুলিশের। প্রায় ২৫ মিনিট পুলিশের সঙ্গে শুভেন্দুর বাগবিতণ্ডা। 'হাইকোর্টের আদেশ নিয়েই এখানে এসেছিলাম, পুলিশ বাধা দিয়েছে। একাই নেতাইয়ে ঢুকতে চেয়েছিলাম, পুলিশ অনুমতি দেয়নি', দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)। পরে হেঁটেই ভীমপুরে যান শুভেন্দু অধিকারী। সেখানেই অস্থায়ী শহিদ বেদী তৈরি করে মাল্যদান করেন শুভেন্দু।
নন্দীগ্রামে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস নিয়ে ফের সম্মুখ-সমরে তৃণমূল ও বিজেপি। শুক্রবার দুদল আলাদাভাবে এই কর্মসূচি পালন করে। বিজেপির অনুষ্ঠান থেকে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। পাল্টা আক্রমণ শানায় তৃণমূলও। তবে দু’দলের অনুষ্ঠানেই দেখা গেছে করোনা বিধি-ভঙ্গের ছবি।
অন্যদিকে, বিধাননগর পুরভোটের আগে নারায়ণপুরে তৃণমূলের (TMC) কর্মিসভায় কোভিড বিধিভঙ্গ। মাস্ক ছাড়াই দেখা গেল রাজারহাট-নিউটাউনের বিধায়ককে। এনিয়ে অবশ্য সাফাই দিতে দেরি করেননি তিনি। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
পাশাপাশি, বেলাগাম সংক্রমণ, আউটডোর সভায় (Outdoor Rally) ২৫০ জনের বেশি নয়। ৫০০ থেকে কমিয়ে ২৫০জনের সভায় অনুমতি কমিশনের (West Bengal State Election Commission)। না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ, জানাল কমিশন। অভিযোগ এলে পদক্ষেপ, জানাল রাজ্য নির্বাচন কমিশন।