Mithun Chakraborty: রাস্তায় শুয়ে থাকা ছেলে সুপারস্টার ! ভাবি কীভাবে সম্ভব হল: মিঠুন চক্রবর্তী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda Exclusive: বর্তমানে মানুষ যখন ঝুঁকছেন অ্যাকশন ছবি বা থ্রিলারের দিকে, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে পরিবারের সমাজের গল্প বলবে রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ছবি 'সন্তান' (Shontaan)। ২০ ডিসেম্বর এসভিএফের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। আর তাঁর আগে সমাজে মূল্যবোধের ছবির গুরুত্ব বোঝালেন মিঠুন চক্রবর্তী খোদ... এর আগে 'প্রজাপতি', 'কাবুলিওয়ালা', 'শাস্ত্রী'-র মতো ছবিতে অভিনয় করেছেন মিঠুন। প্রত্যেকটি ছবিই তুলে ধরেছে সামাজিক পরিস্থিতির গল্প। সেই রাস্তায় হেঁটেছে 'সন্তান'-ও। মিঠুন বলছেন, 'মানুষ যে কোনও ছবির দিকেই ঝুঁকুন না কেন, মূল্যবোধের ছবির গুরুত্ব সবসময়েই একইরকম থাকবে। যদি গল্প ভাল হয়, তাহলে আপনি থিয়েটারে লোক খুঁজে পাবেন। গল্প ভাল না হলে যে কোনও মাধ্যমেই দর্শক পাবেন না। যে ছবিই করা হোক না কেন, তা যেন মানুষের হৃদয়কে ছোঁয়।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram