7tae Bangla (Seg 2): অনুব্রত-র শর্ত সিবিআইকে। প্রতারণার পর বন্দুক দেখিয়ে হুমকি ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজোড়া তলবে হাজিরা নিয়ে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে চিঠি অনুব্রতর শর্ত দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর শর্ত ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ হবে। তাঁর আইজীবি মারফৎ জানান ২১ মে-র পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকব। সিবিআই সূত্রে জানা যাচ্ছে চিঠি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে সিবিআই। তাঁরা জানান, আলোচনার পরে জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
চাকরির নামে ‘প্রতারণা’, টাকা চাইতে গেলে বন্দুক দেখিয়ে হুমকি! কোচবিহারে পুণ্ডিবাড়িতে সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগ। বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল নেতাকে বন্দুক দেখিয়ে হুমকি! পুণ্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের, এখনও অধরা অভিযুক্ত।