৭টায় বাংলা (২): 'এই রাজ্যে গণতন্ত্র নেই' হালিশহরে BJP কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় মন্তব্য Arjun Singh-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2020 09:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হালিশহরে BJP কর্মীকে পিটিয়ে খুন। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ। বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন। এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই নিয়ে BJP সাংসদ Arjun Singh বলেন, 'গৃহ সম্পর্ক অভিযানের জন্য বাড়ি বাড়িতে পোস্টার দিতে যাচ্ছিল আমাদের কর্মীরা। ওখানকার একজন গুন্ডা আছে তাকে Trinamool Congress গুন্ডা বানিয়ে রেখেছে। ওদের লোকরাই আমাদের কর্মীরা পিটিয়েছে। পুলিশকে সঙ্গে নিয়েই ওরা এই কাজ করছে। বাংলায় গণতন্ত্র নেই।' এই নিয়ে Trinamool Congress বিধায়ক পার্থ ভৌমিক বলেন, 'এলাকার মানুষ জানে Arjun Singh কতো বড় মিথ্যা কথা বলছে। এটা ওদের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। তবে যে কোনও মৃত্যুই দুঃখজনক। দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।' অন্যদিকে দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২০ এবার ভার্চুয়াল মাধ্যমে হল। শিক্ষক-পড়ুয়াদের পাশাপাশি সম্মানিত করা হল অভিভাবক এবং অশিক্ষক কর্মীদের। শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতি। জীবনের জয়গান। শুরুর কথা বলতে গিয়ে স্মৃতির ঝাঁপি উপুর করলেন ব্যারি ও'ব্রায়েন। এবছর যুগ্ম বর্ষসেরা স্কুলের শিরোপা পেল হেরিটেজ স্কুল এবং ডি পি এস মেগাসিটি। শুধুমাত্র পড়াশোনা নয়, অন্যান্য ক্ষেত্রেও উৎকর্ষতার জন্য পুরস্কার পেল লক্ষ্মীপথ সিংহানিয়া ও সাউথ পয়েন্ট হাই স্কুল। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সঙ্গীত এবং অন্যান্য বিভাগে পারদর্শীতার জন্য বিশেষ পুরস্কার হয় ছাত্র-ছাত্রীদের।