RG Kar News Update: ৪ মাসের মধ্যেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভীক-বিরূপাক্ষের প্রত্যাবর্তন!
ABP Ananda Live: ৪ মাসের মধ্যেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভীক-বিরূপাক্ষের প্রত্যাবর্তন! রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফেরানো হল অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে। আর জি করকাণ্ডে নাম জড়ানোয় মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হয়েছিল অভীক-বিরূপাক্ষকে। দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো, পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ। মিথ্যা তথ্য দিয়ে 'কোটা' ব্যবহার করে পিজিটি-র সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ।
মেডিক্যাল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে টাকা তোলার অভিযোগ। এরপরেই রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ২ জনকে সরিয়ে দেওয়া হয়। ফের দুজনকেই ফিরিয়ে নেওয়া হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে, জানালেন সুশান্ত রায়।
তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েনি কাউন্সিলে, জানালেন সুশান্ত রায়। অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ ও সুদীপ্ত রায়ের জনপ্রিয়তাকে ভয় পেয়ে কুৎসা, দাবি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য সুশান্ত রায়ের। আর জি করকাণ্ডের পর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে হাজির অভীক দে।