৭টায় বাংলা (১): 'যার মান আছে, তাঁর মানহানি হয়', শুভেন্দুকে আক্রমণ অভিষেকের, চিটফান্ড তদন্তে শুভেন্দুকে জড়িয়ে CBI-কে চিঠি কুণালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jan 2021 09:36 PM (IST)
শুভেন্দুর চিঠির জবাব কড়া ভাষায় দিলেন অভিষেক। প্রাক্তন পরিবহণমন্ত্রীর নোটিশ পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই এই জবাব পাঠান তৃণমূল সাংসদ। জবাবী চিঠিতে অভিষেক লেখেন, 'যার সামান্য মান আছে, তাঁর মানহানি হয়।' সুদীপ্ত সেনের চিঠিতেই স্পষ্ট শুভেন্দু অধিকারীর কোনও মানসম্মান নেই। এমন ভাবেও আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারদা-অ্যালকেমিস্টের তথ্য আছে শুভেন্দুর কাছে। সাক্ষাৎকারে নিজেই বলেছেন শুভেন্দু অধিকারী। মুখোমুখি শুভেন্দু অনুষ্ঠানে সেই সাক্ষাৎকার দিয়েছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। সম্প্রচারিত হয়েছিল ১৯ জানুয়ারি। সিবিআই আর স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই প্রসঙ্গ উল্লেখ করে চিঠি দেন কুণাল ঘোষ।