কাল রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ, বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী ডালমিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2021 08:46 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিজেপিতে যোগ দিতে চলেছেন বৈশালী ডালমিয়া। ৩১ জানুয়ারি বিজেপিতে যোগ দেবেন বৈশালী, খবর সূত্রের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্বত্যাগের দিনেই বহিষ্কৃত বৈশালী। ২২ জানুয়ারি তৃণমূল থেকে বহিষ্কৃত বালির বিধায়ক।
কাল রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। শনিবার সকাল ১০.৪৫ মিনিটে মায়াপুর পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেদিনই দুপুর ২.৪০ মিনিটে ঠাকুরনগর পৌঁছবেন অমিত শাহ। ঠাকুরনগরে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর সেদিন সন্ধে ৬.৪৫ মিনিটে সায়েন্স সিটির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোশাল মিডিয়ার কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। এরপর রবিবার সকাল ১১.৩০ মিনিটে ভারত সেবাশ্রম সঙ্ঘে যাবেন অমিত শাহ। সেদিন দুপুর ১২.২০ মিনিটে বিদ্যাসাগরের বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন। সেদিন দুপুর ১২.৪০ মিনিটে ডুমুরজলা স্টেডিয়ামে জনসভা অমিত শাহের। দুপুর দুটোয় উলুবেড়িয়ায় মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ। দুপুর ৩.২০ মিনিটে বেলুড় মঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
৩০ ও ৩১ তারিখ একাধিক কর্মসূচি অমিত শাহের, জানালেন মুকুল রায়। হাওড়ার বহু নেতা যোগ দেবেন বিজেপিতে, বললেন শুভেন্দু অধিকারী।
বুধবার ও বৃহস্পতিবার বিধানসভায় সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছিল। এদিন কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাব আনে তৃণমূল। প্রস্তাবের পক্ষে বলতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের তীব্র বিরোধিতা করছি। জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনও আলোচনার সুযোগ না দিয়েই আইন তৈরি করেছে কেন্দ্র। এর প্রভাব পশ্চিমবঙ্গের কৃষকদের উপরেও পড়েছে। হয় আইন প্রত্যাহার করা হোক, অথবা ক্ষমতা থেকে সরে দাঁড়াক মোদি সরকার। আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু আসুন আমরা সবাই মিলে কৃষকদের পাশে দাঁড়াই।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম স্লোগন। প্রতিবাদে পথে তৃণমূল। বেলেঘাটা সরকারবাড়ি থেকে বরফকল পর্যন্ত বিধায়ক পরেশ পালের নেতৃত্বে প্রতিবাদ মিছিল।
ভোটের দিন ঘোষণা হয়নি। প্রার্থী তালিকাও প্রকাশ করেনি দল। কিন্তু সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাকে প্রার্থী দেখিয়ে ফ্লেক্স পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুরে। নেপথ্যে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ বিজেপির। মানতে নারাজ রাজ্যের শাসকদল।
কাল রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। শনিবার সকাল ১০.৪৫ মিনিটে মায়াপুর পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেদিনই দুপুর ২.৪০ মিনিটে ঠাকুরনগর পৌঁছবেন অমিত শাহ। ঠাকুরনগরে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর সেদিন সন্ধে ৬.৪৫ মিনিটে সায়েন্স সিটির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোশাল মিডিয়ার কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। এরপর রবিবার সকাল ১১.৩০ মিনিটে ভারত সেবাশ্রম সঙ্ঘে যাবেন অমিত শাহ। সেদিন দুপুর ১২.২০ মিনিটে বিদ্যাসাগরের বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন। সেদিন দুপুর ১২.৪০ মিনিটে ডুমুরজলা স্টেডিয়ামে জনসভা অমিত শাহের। দুপুর দুটোয় উলুবেড়িয়ায় মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ। দুপুর ৩.২০ মিনিটে বেলুড় মঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
৩০ ও ৩১ তারিখ একাধিক কর্মসূচি অমিত শাহের, জানালেন মুকুল রায়। হাওড়ার বহু নেতা যোগ দেবেন বিজেপিতে, বললেন শুভেন্দু অধিকারী।
বুধবার ও বৃহস্পতিবার বিধানসভায় সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছিল। এদিন কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাব আনে তৃণমূল। প্রস্তাবের পক্ষে বলতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের তীব্র বিরোধিতা করছি। জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনও আলোচনার সুযোগ না দিয়েই আইন তৈরি করেছে কেন্দ্র। এর প্রভাব পশ্চিমবঙ্গের কৃষকদের উপরেও পড়েছে। হয় আইন প্রত্যাহার করা হোক, অথবা ক্ষমতা থেকে সরে দাঁড়াক মোদি সরকার। আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু আসুন আমরা সবাই মিলে কৃষকদের পাশে দাঁড়াই।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম স্লোগন। প্রতিবাদে পথে তৃণমূল। বেলেঘাটা সরকারবাড়ি থেকে বরফকল পর্যন্ত বিধায়ক পরেশ পালের নেতৃত্বে প্রতিবাদ মিছিল।
ভোটের দিন ঘোষণা হয়নি। প্রার্থী তালিকাও প্রকাশ করেনি দল। কিন্তু সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাকে প্রার্থী দেখিয়ে ফ্লেক্স পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুরে। নেপথ্যে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ বিজেপির। মানতে নারাজ রাজ্যের শাসকদল।