BJP News: বেলডাঙা যাওয়ার পথে আটক সুকান্ত মজুমদার, তোলা হল প্রিজন ভ্যানে

Continues below advertisement

ABP Ananda Live: কৃষ্ণনগরে সুকান্ত মুজমাদারকে আটকালো পুলিশ, বাধা পেয়ে পথে বসলেন সুকান্ত। বেলডাঙা যাওয়ার পথে বাধা সুকান্ত মজুমদারকে। কৃষ্ণনগরে বিজেপির রাজ্য সভাপতিকে আটকে দিল পুলিশ। 

 

আরও খবর, উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধানের রহস্য মৃত্যুর ঘটনায় এবার অভিযুক্ত জয়শ্রী দাসকে গ্রেফতার করল পুলিশ।উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্য়মৃ্ত্য়ুর ঘটনায় মৃতদেহের সঙ্গে বেশ কয়েক পাতার সুইসাইড নোট উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, সেই নোটে এক মহিলা, তাঁর স্বামী এবং তৃতীয় এক ব্যক্তি মিলে তাঁকে একটি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতেন বলে লেখা ছিল। এই আবহে মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় জয়শ্রী দাস ও সঞ্জয় দাস নামে এক দম্পতি সহ একাধিক জনের বিরুদ্ধে। ঘটনার তদন্তে, গতকাল এসিপি জগদ্দলের নেতৃত্বে চার সদস্য়ের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়। তদন্তে নেমে আজ বিভিন্ন জায়গা থেকে জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস, শুক্লা বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram