৭টায় বাংলা (১): 'কেন বারবার blast?', কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি Dilip Ghosh-এর, 'গুজরাতে কারখানায় বিস্ফোরণ হয়, তখন কেন প্রশ্ন তোলেননি', পাল্টা Bratya Basu
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Nov 2020 10:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
Dilip Ghosh-এর মুখে ফের রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ। শুক্রবার রাজ্য BJP-র সভাপতি বলেন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তাই অনেকে রাষ্ট্রপতি শাসন চাইছেন। পরে অবশ্য তিনি বলেন, আমরা নীতিগতভাবে কোনও নির্বাচিত সরকারকে ফেলার পক্ষপাতী নই। ক্ষমতা থাকলে করে দেখাক, পাল্টা চ্যালেঞ্জ TMC-র। Maldah-র সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের তদন্তে STF। এদিন বিস্ফোরণস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কারখানার শরিক মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়েছেন SP। Sujapur Blast-এ, কেন্দ্রীয় হস্তক্ষেপ চায় বিজেপি। কেন বারবার বিস্ফোরণ, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। Gujrat-এ কারখানায় বিস্ফোরণ হয়েছিল। তখন তো এই প্রশ্ন তোলেননি পাল্টা Bratya basu।