৭ টায় বাংলা (১): বিজেপির হেস্টিংস অফিসে শোভন-বৈশাখী, পুরুলিয়ায় শুভেন্দুর সভায় বিশৃঙ্খলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jan 2021 08:29 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিজেপির হেস্টিংস অফিসের ৭ তলায় শোভন-বৈশাখীর উপস্থিতিতে চলছে বৈঠক। সোমবার বিকেল ৪টের সময় একটা মিছিল গোলপার্ক-সেলিমপুর যাবে। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা এই মিছিলের আয়োজক। সেই মিছিলে থাকবেন কিনা, শোভন-বৈশাখী, সে নিয়েও চলছে বৈঠক এমনটাই সূত্রের খবর। বৈঠকে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত-সহ অন্যরা। এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, 'দলের নেতৃত্ব বৈঠক ডেকেছেন। আমরা এসেছি। বৈঠক হলেই বলতে পারবো।' এদিকে, নন্দীগ্রামের পর ফের পুরুলিয়ায় শুভেন্দুর সভায় বিশৃঙ্খলা। তৃণমূলের পতাকা লাগানো এক গাড়ি ঘিরে বাড়ে উত্তেজনা। এদিকে, বর্ধমানে নাড্ডার শক্তি প্রদর্শনের পর পাল্টা মিছিল তৃণমূলের। ছিলেন সোহম চক্রবর্তী।