Bangladesh News: ক্রমেই বাড়ছে অনুপ্রবেশ, গরুপাচার। চিন্তা বাড়াচ্ছে কাঁটাতারবিহীন অঞ্চল নিয়ে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন অঞ্চল নিয়ে, প্রায়ই উত্তপ্ত হয় রাজ্য় রাজনীতি। কেন ওই অংশে কাঁটাতার লাগানো যাচ্ছে না? এর জন্য় তৃণমূল সরকারকেই বারবারই দায়ী করেছে বিজেপি। পাল্টা অনুপ্রবেশের জন্য় BSF-কে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। এদিকে, যে অংশে কাঁটাতার নেই, সেখানে ক্রমেই বাড়ছে অনুপ্রবেশ, গরুপাচার। ২০২৩ সালে, সুপ্রিম কোর্টে একটি মামলায় কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছিল, সীমান্তে কাঁটাতার, যেটা কিনা জাতীয় সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সাহায্য় করছে না।
এবার নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হল ঝাড়খণ্ড সীমানা লাগোয়া পুরুলিয়ায়
এদিকে, দিন দশেক আগেই ওড়িশা থেকে চলে আসা বাঘিনী ধরা পড়েছিল বাঁকুড়ার জঙ্গলে। আর সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই, এবার নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হল ঝাড়খণ্ড সীমানা লাগোয়া পুরুলিয়ায়। স্থানীয় সূত্রে দাবি, ঝাড়খণ্ডের চাণ্ডিল লাগোয়া জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাফেরা করছে। কিন্তু আতঙ্কে ঘুম ছুটেছে সীমানা লাগোয়া পুরুলিয়ার বাসিন্দাদের। যদিও পুরুলিয়ার DFO জানিয়েছেন, এখনও অবধি তাঁদের কাছে ঝাড়খণ্ডের তরফে কোনও সরকারি তথ্য নেই। তবে রুটিন অনুযায়ী পেট্রোলিং, মনিটরিং চলছে। অন্যদিকে বাঘের বারবার ডেরা বদল নিয়েই এখন তুঙ্গে বাংলার রাজনীতি। বিজেপি শাসিত ওড়িশা সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্য়ে ছেড়ে দিলে। জল পেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসেছে। এটা কী হচ্ছে? তোমাদের জায়গা না থাকলে, আমাদের টাইগার রিসার্ভ সেন্টার আছে। রেসকিউ সেন্টার আছে। আমাদের বড় বনাঞ্চল আছে। আমরা রেখে দিচ্ছি।' পাল্টা কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন - আপনি চোখ দিয়ে দেখুন। আপনি এই ধরনের কথা বললে হাসে।