৭টায় বাংলা (১): রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক: সূত্র
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর সূত্রের। অন্যদিকে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আজ রাজ্যে এসেছে চার সদস্যের প্রতিনিধি দল। এদিন নবান্নে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। এর পরে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশ।
মেদিনীপুরের পাঁচখুরি এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণের গাড়িতে ভাঙচুর করা হয়। অভিযোগ, রাহুল সিনহার ওপরও হামলা করা হয়েছে। এই প্রসঙ্গে ভি. মুরলীধরণ বলেন, ‘বাংলার সংস্কৃতি মহিলাদের উপর অত্যাচার করার নয়। তৃণমূল মহিলাদের উপর হামলা করছে। রাজ্য জুড়ে গুণ্ডামি করছে তারা।’ অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। কেন্দ্রীয় মন্ত্রী ও রাহুল সিনহা এলাকায় প্ররোচনা ছড়াচ্ছিল। বিজেপি ইচ্ছা করে অশান্তি ছড়াচ্ছে।’ এই হামলার ঘটনায় প্রকাশ জাভড়েকর বলেন, নির্বাচনের পর বাংলায় সন্ত্রাস চালাচ্ছে মমতার সরকার। পাল্টা তৃণমূল সাংসদ বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার নিন্দা করছি। কিন্তু ওই মন্ত্রী কেন সেখানে গিয়েছিলেন? বিজেপি উত্তেজনা ছড়াতে চাইছে।’