Jhargram News : বন দফতর ও পুলিশের পাশাপাশি, এবার ঝাড়গ্রামে বাঘের খোঁজে নামল আধা সামরিক বাহিনী

Continues below advertisement

ABP Ananda Live: বন দফতর ও পুলিশের পাশাপাশি, এবার ঝাড়গ্রামে বাঘের খোঁজে নামল আধা সামরিক বাহিনী। CRPF-এর ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গতকাল থেকেই কাঁকড়াঝোড়ের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করেছেন। সঙ্গে রয়েছে CRPF-এর স্নিফার ডগ ‘গোল্ডি’। বেলজিয়ান প্রজাতির এই স্নিফার ডগ শক্তিশালী বিস্ফোরক IED খুঁজতে যেমন সক্ষম, তেমনই ৫০০ মিটারের মধ্যে কোনও হাতি, বাঘ, সিংহের মতো বন্যপ্রাণী থাকলে, তারও হদিশ দিতে পারে। ঝাড়গ্রামে এখন পর্যটনের ভরা মরসুম। যেখানে বাঘিনী যমুনা রয়েছে বলে জানা গেছে, তার আশপাশে কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক হোম স্টে, রিসর্ট, হোটেল। আতঙ্কিত পর্যটকরা।

ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিত খুন! বেছে বেছে হিন্দু-খুন, মন্দিরের উপর হামলার পর পুরোহিত খুন! নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েত খুন। হাত-পা বাঁধা অবস্থায় কাশিমপুরে পুরোহিতের দেহ উদ্ধার। বাংলাদেশের নাটোরে লুঠপাটের পর সেবায়েতকে খুন।ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের উপরে হামলার অভিযোগ। ভাণ্ডার ঘরে লুঠপাট, ডাকাতি বলে দাবি বাংলাদেশ পুলিশের: সূত্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram