Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (২): করোনা রুখতে কলকাতায় ৩টি নতুন Containment Zone, আপাতত পঠনপাঠন অনলাইনেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Nov 2020 09:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ দলীয় সভা থেকে BJP-র আক্রমণের কড়া ভাষায় জবাব দিয়েছেন Abhishek Banerjee। তিনি বলেন, 'সবার আক্রমণের লক্ষ্য এখন 'ভাইপো', কিন্তু আমার নাম নেওয়ার সাহস কারও নেই। বুকের পাটা থাকলে নাম নিয়ে আক্রমণ করুন। আমি নাম করে বলছি Dilip Ghosh গুণ্ডা। আমি নাম করে বলছি Kailash Vijayvargiya বহিরাগত। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় Dilip Ghosh বলেন, 'ওদের দল সবাই ছেড়ে দিচ্ছে, ওনার কথা গুরুত্ব দেবো কেন?'
একুশের ভোটে মতুয়া ভোটকে টার্গেট করে আগামী ৯ ডিসেম্বর বনগাঁর গোপালনগরে সভা করবেন Mamata Banerjee। সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন রাজ্যপাল, মন্তব্য সৌমিত্র খাঁর। পাল্টা কটাক্ষ করেছে TMC। হরিদেবপুর থানা এলাকার কবরডাঙায় BJP করার অপরাধে এক কর্মীকে মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। একদিনে বাংলা সহ ৮ রাজ্যে নতুন ৭০ শতাংশ করোনা সংক্রমণ, এমনই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভ্যাকসিন গবেষকদের সঙ্গে আগামীকাল ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। Coronavirus সংক্রমণ রুখতে Kolkata-য় তিনটি নতুন কনটেনমেন্ট জোন ঘোষণা করল রাজ্য সরকার। বালিগঞ্জ সার্কুলার রোড, টালিগঞ্জ ও গড়িয়ার একাংশকে containment zone হিসাবে ঘোষণা করে হয়েছে। এখনই সশরীরে ক্লাস নয়। প্রথম সেমিস্টারও অনলাইনে করার ভাবনা। সিলেবাস কাটছাঁটেরও সম্ভাবনা রয়েছে। আপাতত পঠনপাঠন চলবে অনলাইনেই। শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত।
একুশের ভোটে মতুয়া ভোটকে টার্গেট করে আগামী ৯ ডিসেম্বর বনগাঁর গোপালনগরে সভা করবেন Mamata Banerjee। সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন রাজ্যপাল, মন্তব্য সৌমিত্র খাঁর। পাল্টা কটাক্ষ করেছে TMC। হরিদেবপুর থানা এলাকার কবরডাঙায় BJP করার অপরাধে এক কর্মীকে মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। একদিনে বাংলা সহ ৮ রাজ্যে নতুন ৭০ শতাংশ করোনা সংক্রমণ, এমনই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভ্যাকসিন গবেষকদের সঙ্গে আগামীকাল ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। Coronavirus সংক্রমণ রুখতে Kolkata-য় তিনটি নতুন কনটেনমেন্ট জোন ঘোষণা করল রাজ্য সরকার। বালিগঞ্জ সার্কুলার রোড, টালিগঞ্জ ও গড়িয়ার একাংশকে containment zone হিসাবে ঘোষণা করে হয়েছে। এখনই সশরীরে ক্লাস নয়। প্রথম সেমিস্টারও অনলাইনে করার ভাবনা। সিলেবাস কাটছাঁটেরও সম্ভাবনা রয়েছে। আপাতত পঠনপাঠন চলবে অনলাইনেই। শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত।