Wb By Election 2024: উপনির্বাচনে রাজ্যের ছয় আসনেই এগিয়ে তৃণমূল, হাড়োয়াতে এগিয়ে জোড়াফুল শিবির

Continues below advertisement

ABP ananda Live: আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট আউট। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়েছে। ২০২১-র বিধানসভা নির্বাচনে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও সিতাইয়ে জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাট আসনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 

উপনির্বাচনে রাজ্যের ছয় আসনেই এগিয়ে তৃণমূল। নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, মেদিনীপুর, সিতাই এবং মাদারিহাটে এগিয়ে জোড়াফুল শিবির।প্রথম রাউন্ডের শেষে মেদিনীপুরে ৫০০০ ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাটে প্রথম রাউন্ডের শেষে ৫০০০ ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রথম রাউন্ডের শেষে ১৫, ৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে ৩৩০০ ভোটে এগিয়ে তৃণমূল।  নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে ১৪, ৬৯০ ভোটে এগিয়ে তৃণমূল। প্রথম রাউন্ড গণনার শেষে হাড়োয়ায় ৭০০০ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram