৭টায় বাংলা (২): কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ঘটনায় গ্রেফতার ৮ তৃণমূল কর্মী, সাসপেন্ড ৩ পুলিশ অফিসার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেদিনীপুরের পাঁচখুরি এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণের গাড়িতে ভাঙচুর করা হয়। অভিযোগ, রাহুল সিনহার ওপরও হামলা করা হয়েছে। এই ঘটনায় ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সাসপেন্ড হয়েছেন ৩ পুলিশ অফিসার। বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় মন্ত্রী ও রাহুল সিনহার গাড়িতে হামলার ঘটনা ঘটে।
রাজ্যে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। দিনহাটায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাত ভেঙে যায় উদয়ন গুহর, বুকে ও পিঠে চোট। মারধরের জেরে মাথা ফাটল ২ নিরাপত্তা রক্ষীর। আজ সন্ধে ৬ থেকে কাল রাত ১২ পর্যন্ত দিনহাটা বনধের ডাক তৃণমূলের।
শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তকারী অফিসারকে তলব করল সিআইডি। আজই তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, মাথাভাঙা থানার আইসিকে-ও তলব করা হবে। শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে চার সদস্যের সিট (SIT) গঠন করা হয়েছে।