West Bengal News: খোদ রাজ্য সরকারের দুই পোর্টালে মৃত্যু সংক্রান্ত তথ্যে আকাশ-পাতাল ফারাক

Continues below advertisement

ABP Ananda Live: গত ৩ বছরে রাজ্যে কত লোকের মৃত্যু হয়েছে? সরকারের একটি পোর্টাল বলছে, ১৭ লক্ষ ৬৩ হাজার ৩৩জন। আর একটি সরকারি পোর্টালে সেই সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৪৬৩।খোদ রাজ্য সরকারের দুই পোর্টালে মৃত্যু সংক্রান্ত তথ্যে আকাশ-পাতাল ফারাক। ২০২১, ২২ ও ২৩ সালে মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যের পোর্টাল Janma-Mrityu Thathya বা JMT এবং মেডিক্যাল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথ বা MCCD পোর্টালে এই সংখ্যার মধ্যে বিস্তর ফারাক। রাজ্যের কোনও বাসিন্দা মারা গেলে, মৃত্যুর শংসাপত্র জারির আগে, তাঁর নাম রাজ্যের পোর্টালে তুলতে হয়। এমন দু'টি পোর্টাল রয়েছে রাজ্য, একটি হল- ২০১৯ সালে চালু হওয়া মেডিক্যাল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথ বা MCCD. হাসপাতালে ঘটা যে কোনও মৃত্যু, কারণ সহ এই পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। এর কয়েক বছর পর, Janma-Mrityu Thathya বা JMT পোর্টাল চালু করে রাজ্য। শুধু হাসপাতাল নয়, নির্দিষ্ট লগ ইন আইডি দিয়ে এই পোর্টালে মৃত্যুর তথ্য আপলোড করতে পারে পঞ্চায়েত বা পুরসভা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram