৭টায় বাংলা (৩): 'কৃষকনিধি প্রকল্পে রাজ্যের কৃষকরা লাভবান হলে আপত্তি নেই', জানালেন মুখ্যমন্ত্রী, পাল্টা বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jan 2021 09:55 PM (IST)
কেন্দ্রের কৃষকনিধি সম্মানের সুবিধা পেতে সরাসরি আবেদন। রাজ্যের কৃষকদের সরাসরি আবেদন কেন্দ্রকে। সেই আবেদন খতিয়ে দেখে রাজ্যকে তালিকা পাঠাতে নির্দেশ কেন্দ্রের। 'আমরা তালিকা পাঠাব, রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিলে আমাদের অসুবিধা নেই।' এদিন জানান মুখ্যমন্ত্রী। এদিকে সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের কাছে ইতিবাচক ঘোষণা ডোনা গঙ্গোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, 'দাদা ভালো আছেন। ওকে ছাড়বে, কবে ঠিক হয়নি।'