৭টায় বাংলা (২): 'পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পাস', বিজ্ঞপ্তি Madhyamik Board-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Dec 2020 09:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিজেপির Uttar Kanya অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি। পুলিশের লাঠির ঘায়ে এক কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। শরীরে পাখি মারার গুলির চিহ্ন, অভিযোগ দিলীপের। কোনও গুলি চলেনি, দাবি পুলিশের। পাখি মারার গুলি চলার অভিযোগ BJP-র। রাজ ভবনে বিজেপির প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ। TMC-কে ব্ল্যাকমেল করে ভোটের সময় বিপদে ফেলার চেষ্টা করে লাভ হবে না। মেদিনীপুরের সভা থেকে বার্তা Mamata-র। নাম নিলেন না শুভেন্দু অধিকারীর। প্রশংসার সুর Suvendu বিরোধী অখিল গিরি সম্পর্কে। বিজেপিকে বারবার চ্যালেঞ্জ ছুঁড়লেন TMC নেত্রী। 'লাভ হবে না একুশে', কটাক্ষ বিজেপির। আজ মেদিনীপুরে মমতার সভায় উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের প্রায় ২০ জন TMC বিধায়ক। অসুস্থ থাকার জন্য যাননি মহিষাদল, পটাশপুর ও কেশিয়ারির তিন বিধায়ক। ছিলেন না শুভেন্দু ও তাঁর অনুগামী বনশ্রী মাইতি। পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পাস। পরের ক্লাসে তুলে দিতে হবে পড়ুয়াদের। ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের Mock Test।টেস্ট নয় প্রস্তুতির জন্য প্রয়োজনে মক টেস্ট।বিজ্ঞপ্তি দিয়ে জানালো Madhyamik Board-র।