৭টায় বাংলা (৩): অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড়কাণ্ডে অভিযুক্তের রহস্যমৃত্যু
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা চিকিৎসার জন্য বিপুল অঙ্কের বিল। বিল মেটাতে গিয়ে বিক্রি করতে হয়েছে গয়না, গাড়ি। ১৬ মে থেকে করোনা আক্রান্ত হন বাগুইআটির বাসিন্দা। করোনা চিকিৎসার জন্য প্রথমে ভর্তি হন ডিভাইন হাসপাতালে। পরিবার সূত্রে জানানো হয়েছে ডিভাইন হাসপাতালে ৪ লক্ষ টাকা বিল মেটানো হয়েছে। ২৮ মে ভর্তি করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। ২৮ মে থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। গত সাতদিন ধরে ছিলেন একমো সাপোর্টে। রোগীর পরিবার জানিয়েছে আমরি হাসপাতালে ২০ লক্ষ টাকা বিল হয়েছে।
গোলপার্কের ফ্যাট ছাড়তে শোভনকে আইনি নোটিশের পরেই রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ বৈশাখীর। সব প্রশাসকের কাছে শোভনের আবেদন করব, পাল্টা রত্না।
'সিবিআই বলছে আইন ভঙ্গ হয়েছে, অথচ যখন হেভিওয়েটদের বেআইনিভাবে তুলে আনা হল তখন আইনের শাসন কোথায় ছিল?' হাইকোর্টে শুনানি চলাকালীন সওয়াল করলেন হেভিওয়েটদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা। পৃথকভাবে সওয়াল করেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবীও। পরবর্তী শুনানি আগামী সোমবার।
অন্যদিকে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী জানিয়েছেন, "ভোটের আগে চলচ্চিত্র জগতের যারা তৃণমূল ছেড়ে গিয়েছিলেন তাঁরা দলে ফিরতে চাইলে বাধা থাকা উচিত না। যদিও এই বিষয়ে নেত্রী সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে শিল্পীদের জন্য কোনও বাধা থাকবে বলে আমার মনে হয় না।"
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড়কাণ্ডে অভিযুক্তের রহস্যমৃত্যু। ২০১৫ সালে চন্ডীপুরে প্রকাশ্য সভায় অভিষেককে চড় মেরে গ্রেফতার হয়েছিলেন দেবাশিস আচার্য। ভোটের আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন দেবাশিস। আজ তমলুক টোল প্লাজার কাছে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় মৃত্যু না অন্য কারণ রয়েছে? তদন্ত শুরু করেছে পুলিশ।
অনুব্রত মণ্ডলের পা ছুঁইয়ে প্রণাম করলেন আউশগ্রামের বিডিও। গুশকরায় সেভ হোম উদ্বোধনের সময় সভা চলাকালীন মঞ্চে অনুব্রতকে প্রণাম করেন আউশগ্রামের বিডিও।