Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (৩): 'সৌজন্য মূলক সাক্ষাৎকার,' বলছেন কুণাল, 'রাজনৈতিক কোনও আলোচনা হয়নি' দাবি রাজীবের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম সাক্ষাৎ রাজীব-কুণালের। তাও ঘর-ওয়াপসির মরসুমে। তাহলে কি রাজীবও ফিরে আসছেন? এই প্রশ্নই উঠে আসছে বারবার। তবে এই সাক্ষাৎকার নাকি নিছকই সৌজন্য মূলক সাক্ষাৎকার বলেই দাবি করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে 'রাজনৈতিক কোনও আলোচনা হয়নি' রাজীবের।
দলের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তখনই শুরু হয়েছিল জল্পনা, তাহলে কি পুরনো দলে ফিরতে চলেছেন তিনি? সেই জল্পনা কার্যত বাড়িয়ে শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে যান ডোমজুড়ের পরাজিত বিজেপি প্রার্থী। আর তাতেই তোলপাড় রাজনৈতিক মহল।
যদিও এ দিন সাক্ষাৎ সেরে কুণাল ঘোষ জানিয়েছেন, 'রাজীব বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয় অসুস্থ। তাঁকে দেখতেই উত্তর কলকাতায় এসেছিলেন রাজীব। সেই সূত্রেই ফোন করে ঢুঁ মারেন। এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎকার।' অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ও একই কথা জানিয়েছেন। বলেছেন, 'এদিকে এসেছিলাম, তাঁই দেখা করে গেলাম। কুণাল ঘোষ আর আমার বহু পুরনো দাদা-বন্ধুর সম্পর্ক। সেই সূত্রেই ফোন এবং আসা।' এদিন কোনও রাজনৈতিক আলোচনা হয়নি বলেও দাবি করেছেন রাজীব। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের একের পর এক গতিবিধি জল্পনা বাড়িয়েছে।
এবার নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডোমজুড়ে পোস্টার। আজ সকালে বাঁকড়া এলাকায় এধরনের পোস্টার দেখা যায়। সেখানে লেখা, বাংলায় বিশ্বাসঘাতকদের কোনও ঠাঁই হবে না। ওই পোস্টার এবং ফ্লেক্সে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা না থাকলেও নিচে লেখা রয়েছে ডোমজুড় তৃণমূল কংগ্রেস কর্মী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান মুকুল রায়। আজ বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান। মুকুল রায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'বিরোধী দলনেতা হিসাবে আমি পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব।'
ভোটের সময় তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য ক্ষমা চেয়ে বোলপুরে মাইকে প্রচার করলেন বিজেপি কর্মীরা। টোটোতে চড়ে মাইকে প্রচার করেন বিজেপি কর্মীরা। মাইকে বলা হয়, "বিজেপি একটি ভাঁওতাবাজি দল। আমরা তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষমা প্রার্থী।"
সেঞ্চুরি পার করার লক্ষ্যে পেট্রোলের দাম। ৯০ ছুঁইছুঁই ডিজেল। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৩ পয়সা বাড়ল। এই নিয়ে পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯৬ টাকা ৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৮৩ পয়সা হয়েছে। আজ কলকাতায় পাওয়ার পেট্রোলের দাম ১০০ টাকা ৬৬ পয়সা।
রাজ্যে একদিনে করোনায় ৮১ জনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৪ হাজার ২৮৬। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৬৯৩ জন, ১৯ জনের মৃত্যু। কলকাতায় একদিনে আক্রান্ত ৪০১, মৃত ১৪। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৮ শতাংশ।