East Bardhaman: দাঁইহাট পুরসভায় প্রকাশ্যে পুরপ্রধানকে আক্রমণে উপ পুরপ্রধান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দাঁইহাট পুরসভায় প্রকাশ্যে পুরপ্রধানকে আক্রমণে উপ পুরপ্রধান । পথসভা করে দলীয় পুরপ্রধানেরই অপসারণের দাবি উপ পুরপ্রধানের! পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়ের সঙ্গে সংঘাত । ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি সভা থেকে পুরপ্রধানকে আক্রমণ । সভায় কে কী বলেছে জানা নেই, দল যা বলবে তাই করব: পুরপ্রধান । পুরসভার ভাইস চেয়ারম্যানের ভূমিকায় ক্ষুব্ধ পূর্ব বর্ধমানে জেলা নেতৃত্ব । প্রকাশ্যে এসব বলে শৃঙ্খলাভঙ্গ করছেন উপ পুরপ্রধান: জেলা সভাপতি
বারবার দরবার করেও ঠিক হয়নি রাস্তা, নিকাশি ব্যবস্থা। এই অভিযোগে চন্দ্রকোণার বান্দিপুরে পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি। তাদের ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও।
রাজ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি উপাচার্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য ৩ জনের নাম পাঠাবে। ৩ জনের মধ্যে একজনের নাম চূড়ান্ত করে আচার্য রাজ্য়পালকে পাঠাবেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসাবে নিয়োগ করবেন রাজ্যপাল। উপাচার্য পদে নিয়োগের জন্য রাজ্যকে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বিজ্ঞাপনে উল্লেখ থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ। বিজ্ঞাপন থেকে নিয়োগ, ৩ মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।