7Tay Bangla: রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্যের ২৪ ঘণ্টা পার, এখনও কেনও মন্ত্রী অখিল? প্রশ্ন বিরোধীদের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুরুচিকর মন্তব্যের স্রোতে রেহাই নেই খোদ রাষ্ট্রপতিরও! শুধুই প্রথমবার নয়, আগেও রাষ্ট্রপতিকে অসম্মান অখিলের! রাষ্ট্রপতিকে নিয়ে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বেলাগাম মন্তব্যে তোলপাড়। রাষ্ট্রপতিকে অবমাননা, মন্ত্রীর গ্রেফতারি চেয়ে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ। রামনগরের তৃণমূল বিধায়কের গ্রেফতারি চেয়ে পথে বিজেপি। রাষ্ট্রপতিকে অপমান, দিল্লি থেকে বাংলা, একের পর থানায় অভিযোগ দায়ের। রাষ্ট্রপতিকে অপমান, অখিলের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে দিল্লিতে এফআইআর । পার্লামেন্ট পুলিশ স্ট্রিট থানায় অখিলের বিরুদ্ধে বিজেপি নেত্রীর এফআইআর। অখিলকে মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যপালকে শুভেন্দুর চিঠি। নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির। নেতা-মন্ত্রীদের সামনেই অখিলের বেলাগাম মন্তব্যে তোলপাড় রাজ্য। বিতর্কের মুখে শুভেন্দুর লাগাতার কটাক্ষে মেজাজ হারানোর সাফাই অখিলের। মন্তব্যের সমর্থন না করেও শুভেন্দুর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তৃণমূলের
রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্যের ২৪ ঘণ্টা পার, এখনও কেনও মন্ত্রী অখিল? প্রশ্ন বিরোধীদের