Bangladesh Protest: সুনামগঞ্জের রাস্তায় রাস্তায় মারমুখী মৌলবাদী, হিন্দু-বিরোধী স্লোগান!

Continues below advertisement

ABP Ananda Live: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা, একের পর এক জায়গায় আক্রান্ত হিন্দুরা!কোথায় গণতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র? সশস্ত্র মৌলবাদীদের তাণ্ডব, দর্শক পুলিশ-সেনা!একদিকে হিন্দুদের উপর জামাতের হামলা, আরেকদিকে পুলিশের মামলা!সুনামগঞ্জের রাস্তায় রাস্তায় মারমুখী মৌলবাদী, হিন্দু-বিরোধী স্লোগান!হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অ্যাকশন চেয়ে মৌলবাদীদের তাণ্ডব! হিন্দুদের উপর লাগাতার হামলা, মন্দির ভাঙচুর, লুঠপাঠ, সেনা-পুলিশ দর্শক!জলপাইগুড়ির লাগোয়া বাংলাদেশের নীলফামারিতে কট্টরপন্থীদের দাপাদাপি!বেছে বেছে হিন্দুদের উপর হামলা, একের পর এক বাড়িতে আগুন!ঠাকুরগাঁওয়ে সন্ন্যাসীর মুক্তি চাওয়াতেও হিন্দুদের উপর হামলা! চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ করায় রাস্তায় ফেলে মার!সন্ত্রাসবাদীদের বেল, দুর্গতদের পাশে দাঁড়ানো সন্ন্যাসীরই জেল! আইনজীবীদের উপর হামলা, আইনি অধিকার থেকেও বঞ্চিত সন্ন্যাসী!সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে রাখতে নতুন কৌশল ইউনূস সরকারের।পুলিশ হেফাজতে সন্ন্যাসী, তাও চট্টগ্রাম কোর্টে হামলার মামলা!চট্টগ্রাম কোর্টের কর্মীর উপর হামলার অভিযোগেও নতুন করে মামলা!হিন্দুদের উপর হামলা, মহিলাদের উপর অত্যাচার! নীরব বাংলাদেশ সরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram