৭টায় বাংলা (১): HRBC-র চেয়ারম্যান পদ ছাড়লেন শুভেন্দু, TMC ছাড়ার ইচ্ছাপ্রকাশ মিহির গোস্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Nov 2020 09:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
HRBC-র চেয়ারম্যান পদ ছাড়লেন Subhendu Adhikari। শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যেই এই ইস্তফা। এবার সরাসরি তৃণমূল ছাড়ার ইচ্ছাপ্রকাশ মিহিরের। দলে জায়গা নেই। TMC-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই। দল ছাড়ার জল্পনা বাড়িয়ে মন্তব্য তৃণমূল বিধায়ক Mihir Goswami-র। দলের মধ্যে বারবার অপমানিত, অবহেলিত। অপমানে প্রচ্ছন্ন নীরব প্রশ্রয় দিয়েছে রাজ্য নেতৃত্ব। দলনেত্রীকে বারবার বলেও পরিস্থিতি বদলায়নি। দলের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক।
১৬টি শ্রমিক সংগঠনের ডাকা বনধে দিনভর অশান্তি। কোথাও বাসের ওপর হামলা, কোথাও স্টেশন বা লোকালে তাণ্ডব। বাস থেকে যাত্রীদের নামিয়ে খুলে দেওয়া হল হাওয়া। মধ্যমগ্রামে লোকালে ছোড়া হল পাথর। যাদবপুর স্টেশনে সুজন চক্রবর্তীর নেতৃত্বে অবরোধ।
১৬টি শ্রমিক সংগঠনের ডাকা বনধে দিনভর অশান্তি। কোথাও বাসের ওপর হামলা, কোথাও স্টেশন বা লোকালে তাণ্ডব। বাস থেকে যাত্রীদের নামিয়ে খুলে দেওয়া হল হাওয়া। মধ্যমগ্রামে লোকালে ছোড়া হল পাথর। যাদবপুর স্টেশনে সুজন চক্রবর্তীর নেতৃত্বে অবরোধ।