WB News : 'এর দায় সরকারকে নিতে হবে', কোটা দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক তমোনাশ চৌধুরী
ABP Ananda LIVE : 'রাজ্যের প্রাইভেট মেডিকেল কলেজগুলির মনিটরিং স্বাস্থ্যদপ্তরের করার কথা। এরপরেও দুর্নীতি হচ্ছে কীভাবে? এর দায় সরকারকে নিতে হবে', কোটা দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক তমোনাশ চৌধুরী। স্বাস্থ্যে দুর্নীতির শিকড় কোটাতেও? সিট বিক্রিতে টাকার খেলা? NRI কোটায় কোটি কোটি টাকায় মেডিক্যালের সিট বিক্রি? কোটা-দুর্নীতির তদন্তে অভিযান, ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য। দুর্নীতির খোঁজে ৭ বেসরকারি মেডিক্যাল কলেজের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ। ২২জনকে দিয়ে তদন্ত শুরু হলেও, তা পৌঁছেছে ৫০০জনে: ED সূত্র । কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে NRI কোটায় থাকা আসন? ইডি সূত্রে খবর, রাজ্যজুড়ে দুদিন ধরে অভিযান চালিয়ে ভর্তি সংক্রান্ত একাধিক অনিয়মের তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির শিকড়ের খোঁজে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন মেডিক্যাল কলেজের আধিকারিকদের।
বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় বাসে হামলা। ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে হামলা। ব্রাহ্মণবেড়িয়ায় কলকাতামুখী বাসকে ধাক্কা পণ্যবাহী ট্রাকের। বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি বাংলাদেশিদের। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি ও ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে সরব ত্রিপুরার পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী।