Ganga Sagar Mela: ৭টায় বাংলা : গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভিড় জমছে বাবুঘাটে, কাল থেকেই ক্যাম্প করবে পুরসভা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগঙ্গাসাগর মেলা (Ganga Sagar Mela) উপলক্ষে ভিড় জমছে বাবুঘাটে (Babughat)। সংক্রমণের (Coronavirus) আশঙ্কায় তৎপর পুরসভা (KMC)। শনিবারের বদলে কাল থেকেই বাবুঘাটে ক্যাম্প করবে পুরসভা। ওই ক্যাম্পেই করা হবে করোনা পরীক্ষা (Coronavirus Testing )। টিকা না নেওয়া থাকলে করা হবে টিকাকরণের (Vaccination) ব্যবস্থা, জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফে।
হাইকোর্টে গঙ্গাসাগর মেলার শুনানি। মেলা করতে চেয়ে সওয়াল রাজ্যের। ‘সাগরদ্বীপের সব বাসিন্দার টিকাকরণ হয়েছে। ডায়মন্ডহারবার এলাকায় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্য আশা করছে ৫ লক্ষ মানুষ আসবেন। পুলিশকর্মী, স্বেচ্ছাসেবকদের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে। তৈরি আছে হাসপাতাল, সেফ হাউস, অ্যাম্বুল্যান্স। ই-স্নান এবং ই-দর্শনের ওপর আমরা জোর দিচ্ছি। সাধারণ মানুষকে আমরা যাওয়ার উৎসাহ দিচ্ছি না’, আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল।
‘চারজন অভিনেতা এবং আয়োজক কোভিড আক্রান্ত হয়েছেন। সেই কারণে রাজ্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাতিল করছেন। চলচ্চিত্র উৎসবে মাত্র ৫০,০০০ মানুষ আসেন। সেই উৎসব বাতিল হলে মেলার ক্ষেত্রে এই দ্বিচারিতা কেন ?’, হাইকোর্টে পাল্টা সওয়াল মামলাকারীর।
থাবা বসিয়েছে করোনা। এবারের গঙ্গাসাগর মেলায় যথেষ্ট সংখ্যায় স্বেচ্ছাসেবক দিতে পারছে না ভারত সেবাশ্রম সঙ্ঘ, জানালেন মুখ্যমন্ত্রী।