7Tay Bangla (Seg 2): হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবারকে সুরক্ষা দেওয়ার নির্দেশ হাইকোর্টের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাইকোর্টে দু’জনের কথোপকথনের অডিও পেশ, শুনলেন বিচারপতি।হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ। ২০১৮ সালের সাক্ষী সুরক্ষা প্রকল্প অনুযায়ী পরিবার ও মামলার সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা। “প্রকল্পে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার জন্য আবেদন জানাবেন সাক্ষীরা। অযথা বিলম্ব না করে অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে”। জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
হাঁসখালিকাণ্ডে ভাইরাল অডিও, তদন্তে সিবিআই। ‘ব্রজ ফেঁসে গেছে, যা করার করেছে অন্য একজন’। ব্রজকে নির্দোষ দাবি, অন্যকে অভিযুক্ত করার অডিও ভাইরাল। ভাইরাল অডিও ক্লিপের নেপথ্যে কারা? তদন্ত শুরু সিবিআইয়ের। মূল অভিযুক্ত ব্রজ গয়ালির পাড়ায় গিয়ে ৩ প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ। তৃণমূল নেতার ছেলের পার্টিতে হাজির আরও একজনকে জিজ্ঞাসাবাদ। হাঁসখালিকাণ্ডে ব্রজর পরিচিত আরও ৬জনকে জিজ্ঞাসাবাদ। ৬জনকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে গেল সিবিআই। নির্যাতিতার জেঠতুতো দাদাকেও ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টের। ডিআইজি-সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের, ১ মাসের মধ্যে রিপোর্ট তলব। ‘বদলির পিছনে কাজ করছে কি কোনও বৃহত্তর চক্র?’ সিআইডিকে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের। পঃ মেদিনীপুরের মানসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের শিক্ষকের বদলির আবেদন। স্কুলের পরিচালন কমিটির সদস্যের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। নো অবজেকশন সার্টিফিকেটের জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা চাওয়ার অভিযোগ।