Solanki Roy: ব্যক্তিগত জীবন যত আড়ালে রাখব, তত সুরক্ষিত থাকবে: শোলাঙ্কি
Continues below advertisement
ABP Ananda Live: ছোটপর্দা দিয়ে তাঁর কেরিয়ার শুরু হলেও, তিনি বর্তমানে বেশি কাজ করতে চান বড়পর্দায়। শহর বদলেছেন, অডিশন দিচ্ছেন, নতুন করে যেন আবিষ্কার করছেন নিজেকে। ব্যক্তিগত জীবনকে চিরকালই আড়ালে রাখতে চান তিনি। ব্যক্তিগত কথা তাঁর মতে ব্যক্তিগত থাকাই ভাল। তাঁকে নিয়ে ওঠা বিভিন্ন গুঞ্জনে তাই কান দিতে চান না তিনি। নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন জীবনটাকে। সেখানে যেমন চ্যালেঞ্জ আসে, তেমনই আসে সুসময়ও। আরজি কর কাণ্ড, বাংলাদেশের পরিস্থিতিও সমানভাবে নাড়া দিয়ে যায় তাঁকে। রাজনৈতিক মতামত রয়েছে, তবে তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না তিনি। প্রত্যেকটা বিষয়েই তিনি কথা বলতে পছন্দ করেন সোজাসাপ্টাভাবে। তিনি শোলাঙ্কি রায়।। নতুন বছরে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'ভাগ্যলক্ষ্মী'। তাঁর আগে, এবিপি লাইভের সঙ্গে কথা বললেন অভিনেত্রী।
Continues below advertisement
Tags :
Mainak Bhowmick Ritwick Chakraborty Soham Majumdar Solanki Roy Bhaggyolokkhi Bhagyalakshmi Cinema Trailer