7Tay Bangla (Seg 2): চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্তের বাড়ি সিল, মোট গ্রেফতার ১৩ জন । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতায় ফের মাথাচাড়া দিচ্ছে চিটফান্ড। নিউ মার্কেটে ২৫ লক্ষ এবং বেনিয়াপুকুরে ৬০০ জনের কাছ থেকে মোট দশ কোটি টাকা প্রতারণার অভিযোগ। অভিযুক্ত লিজা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট সিল। লিজার দ্বিতীয় পক্ষের স্বামী, দুই ছেলে সহ তেরো জন গ্রেফতার।
দলীয় কোন্দল সামাল দিতে এবার আন্দোলনে জোর রাজ্য বিজেপির। এদিন হুগলির সিঙ্গুরে যান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দলীয় কর্মীর মোটরবাইকে চড়ে পৌঁছন সিঙ্গুরের জমিতে। জমির এখন কী অবস্থা, তা খতিয়ে দেখেন। রাজ্যে ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে সিঙ্গুরে শিল্প হবে, আশ্বাস বিজেপি রাজ্য সভাপতির। আরও বললেন "মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনতে পারবেন না"।
দেশের ও বাংলার প্রথম সারির শিল্পপতিরা অকুণ্ঠ ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা চাইছেন। বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ।
মুকুল রায়ের বিধায়ক পদ ফের শুনানি। আগামী ২২শে এপ্রিল শুনানি বিধানসভায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অধ্যক্ষের চিঠি, তবে সাসপেনশনের কারণে শুভেন্দুর গতিবিধি নিয়ন্ত্রিত।