Tmc Councillor: 'জমি দখল করেছিল, তাই হামলা', দাবি গুলজারের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: জমি বিবাদেই কি কসবায় কাউন্সিলরের উপর হামলা ? জমি দখল করেছিল, তাই হামলা, দাবি গুলজারের। সুশান্ত ঘোষের ঘনিষ্ঠের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ।

আরও খবর...

কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল। ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। 
বিচার চেয়ে ১০০টি মোমবাতি জ্বালিয়ে ১০০ সেকেন্ড নীরবতা পালন। কলকাতা মেডিক্যালেও ১০০টি মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি। আর জি কর মেডিক্যালেও বিচারের দাবিতে জ্বালানো হল মোমবাতি।

সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ঘনিষ্ঠ মূল চক্রী গুলজার ? সুশান্তর এলাকা পঞ্চান্নগ্রামেরই বাসিন্দা গুলজার@ইকবাল ! 'তৃণমূল কাউন্সিলরের উপরে হামলায় আনা হয়েছিল ৩জনকে।' 'বিহারের বৈশালী থেকে মাসখানেক আগে আনা হয়েছিল ১জনকে।' 'গতকালই বৈশালী থেকে কলকাতায় আসে আরও ২ হামলাকারী।' 'হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে আসে ২ হামলাকারী, নিয়ে যাওয়া হয় কালিন্দীতে।' 'ধৃত ট্যাক্সিচালকের সঙ্গে নিয়ে যাওয়া হয় লেকটাউনের কালিন্দীতে।' 'কালিন্দী হাউসিং এস্টেটে সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ফ্ল্যাটে আশ্রয়।' 'চোখের চিকিৎসার কথা বলে আবাসনে আনা হয় ২ হামলাকারীকে।' 'এর পরে সেই ট্যাক্সিতেই কালিন্দী যায় গুলজার, সবাই একসঙ্গে হয় পার্ক সার্কাসে।' 'পার্ক সার্কাস থেকে স্কুটারে সুশান্তর বাড়ির দিকে রওনা দেয় ১ শ্যুটার।' 'পিছনের ট্যাক্সিতে ছিল আরও ২জন, বাইকে মূল চক্রী গুলজার।' অপারেশন ব্যর্থ, খবর পেয়েই পালানোর চেষ্টা, পরে গলসিতে গ্রেফতার গুলজার: পুলিশ সূত্র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram