7tay Bangla : এনামুল-যোগ নিয়ে হিরণের আক্রমণ, জবাব দেবের
ABP Ananda | 01 Nov 2022 08:44 PM (IST)
ঘাটাল নিয়ে এবার তারায় তারায় লড়াই । এনামুল-যোগ নিয়ে হিরণের আক্রমণ, জবাব দেবের। ঘাটালে গিয়েই হিরণকে জবাব তৃণমূল সাংসদ দেবের। ‘দেব এমন কিছু করেনি, যে মাথা নিচু করে থাকতে হবে’। ‘হিরণ আমার ভাল বন্ধু, ওকে কিছু বলার নেই’। ‘হিরণকে জবাব দেওয়ার কিছু নেই’। ‘হয়ত রাজনৈতিক ভাবে আবেগপ্রবণ হয়ে হিরণ কিছু বলেছেন’। ‘আমি ব্যস্ত থাকি, এটা তো সত্যি কথা’। ‘এবার সিবিআইয়ের উচিত হিরণকে ডাকা’। ‘ও হয়ত আমার সম্পর্কে বেশি জানে’। গরুপাচারের টাকায় ছবি বানানোর অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দেবের। ‘দেব বা তাঁর গার্লফ্রেন্ডকে অপমান করিনি’। ‘দেব বান্ধবীকে নিয়ে মলদ্বীপে গিয়েছিলেন, আর ঘাটাল জলে ডুবে ছিল’।
‘শুধু সেই কথা বলা হয়েছে’। ঘাটালের সাংসদকে পাল্টা জবাব খড়গপুরের বিজেপি বিধায়কের।