Magnet Man: পাউডার মাখিয়ে দিতেই উধাও চৌম্বকীয় শক্তি!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2021 07:17 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোভিড ভ্যাকসিন (Corona vaccine) নিলে নাকি শরীরে তৈরি হচ্ছে চৌম্বকীয় শক্তি (Magnetic power)। এই গুজব বন্ধ করতে উদ্যোগী এবিপি আনন্দ (ABP Ananda) ও পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ (Paschim Banga Vigyam Mancha)। হাতে কলমে পরীক্ষা করে দেখানো হল বিষয়টি বুজরুকি ছাড়া কিছুই নয়।