Pangarh News: 'যারা এই নৃশংস কাজ করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়', বললেন মৃতার ঠাকুমা

ABP Ananda Live: 'যারা এই নৃশংস কাজ করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, মৃত্যুদণ্ড চাই, । তদন্ত কোথায়, কিছুই তো আসেনি, কেই আসেনি'। বললেন মৃতার ঠাকুমা।কোথায় সুরক্ষা? কোথায় নিরাপত্তা? জাতীয় সড়কে মহিলার হেনস্থা ও মৃত্যু ফের বড় প্রশ্ন তুলে দিল এ রাজ্যে। চন্দননগর থেকে গয়ায় যাওয়ার পথে, কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া, মহিলা যাত্রীকে কটূক্তি, অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগ। মত্ত অবস্থায় মহিলাকে লাগাতার কটূক্তি। গাড়ি থামিয়ে মহিলার উপর হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানান হয়। এক আত্মীয়ের কথায়, 'কিছুদিন আগেই ওঁর বাবা মারা গিয়েছে। মেয়েটা নাচের অনুষ্ঠান করতে বাইরে বাইরে যেত। ওঁর সঙ্গে আরও বন্ধুবান্ধবও থাকত। আগে আগে তো প্রচুর যেত। ইদানিং কমিয়ে দিয়েছে। দু'মাস আগে ওঁর মায়ের গলস্টোন অপারেশন হয়েছে। বাড়িতে একটা টালমাটাল পরিস্থিতি। এরই মাঝে এটা যে কী হয়ে গেল।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola