Air India Data Breach: বড়সড় সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া, অন্তত ৪৫ লক্ষ যাত্রীর ক্রেডিট কার্ড নম্বর ফাঁস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবড়সড় সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া (Air India)। রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২০১১ সালের ১১ অগাস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারির মধ্যে সংস্থার কাছে যাত্রীদের যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা লিক হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা সংক্রান্ত বিষয় দেখাশোনা করে এসআইটিএ (SITA) নামের একটি সংস্থা। এপ্রসঙ্গে সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় জানান, "জেনারেল ডেটা প্রোটেকশন বিল (General Data Protection Regulation) অনুযায়ী কারো তথ্য কোনও সংস্থার মাধ্যমে যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে জানাতে হবে। কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানাচ্ছে এতদিন পর। সাধারণ মানুষ জানবে কী করে যে এই হ্যাকিংয়ের কী প্রভাব পড়বে? আজ নয়, হয়তো ৬ মাস পর জানা যাবে। প্রতিটি সংস্থাকে কিন্তু এই নিয়ে ভাবতে হবে।"