ATM Theft: ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ কৌশলে এটিএম জালিয়াতির নেপথ্যে ফরিদাবাদ গ্যাং?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jun 2021 07:08 AM (IST)
কলকাতায় ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ কৌশলে এটিএম জালিয়াতির নেপথ্যে কি ফরিদাবাদ গ্যাং? সন্দেহ ক্রমশ দানা বাঁধছে। গোয়েন্দাদের অনুমান, টেকস্যাভি জালিয়াতরা ইতিমধ্যেই ভিনরাজ্যে পালিয়েছে। আজ নিউ মার্কেট এলাকার একটি এটিএম পরীক্ষা করে ফরেন্সিক দল। প্রতারণার জাল ছিড়তে সাহায্য নেওয়া হচ্ছে উন্নততর প্রযুক্তির।