7 Tay Bangla: 'পাকিস্তানের ভাষা কেন মাধ্যমিকের টেস্ট পেপারে?' টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' নিয়ে তোলপাড় রাজ্য
ABP Ananda | 17 Jan 2023 09:07 PM (IST)
মধ্যশিক্ষা পর্ষদের (Madhyasiksha Parshad) টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' (Azad Kashmir)! ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করতে বলা হল 'আজাদ কাশ্মীর'!'পাকিস্তানের ভাষা কেন মাধ্যমিকের টেস্ট পেপারে?' টেস্ট পেপারে (Test Paper) 'আজাদ কাশ্মীর' নিয়ে তোলপাড় রাজ্য। খতিয়ে দেখে পদক্ষেপ, জানালেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির।