৭টায় বাংলা (২): নন্দীগ্রামকাণ্ডে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের, সমর্থন জানাল শাসক-বিরোধী দু'পক্ষই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনন্দীগ্রাম (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহত হওয়ার ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'অন্য অনেক জেলায় পুলিশ প্রশাসনে বদলের প্রয়োজন রয়েছে। ভাইপো যাদের বেছে বেছে পাঠিয়েছে তাদের সরানোর প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।' কমিশনের এই পদক্ষেপকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসও। সৌগত রায় বলেন, 'অবশেষে একটা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।' বিজেপির প্রার্থীপদ নিয়ে মতবিরোধ। বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Bandyopadhyay)। আজই বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেখানে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্র থেকেই লড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শোভন। সূত্রের খবর, ইতিমধ্যেই নেতৃত্বকে দলের সব পথ থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন শোভন-বৈশাখী।