Chinese Citizen Arrest: কী উদ্দেশ্য মালদায় ধৃত চিনা নাগরিকের? মিলেছে একাধিক তথ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2021 10:08 PM (IST)
সিম বক্সকে ব্যবহার করে টেলিফোনিক কলকে ডেটা কলে রূপান্তর। চিনে (China) সিম পাচার। মালদায় (Malda) ধৃত চিনা নাগরিককে জেরার পর এসব তথ্যই সামনে এসেছে বলে পুলিশ ও এনআইএ (NIA) সূত্রে দাবি। কিন্তু এসবের পিছনে আসল উদ্দেশ্য কী? জেরায় পাওয়া বিভিন্ন তথ্যের সুতো জুড়ে উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। এদিকে শিলিগুড়ির (Siliguri) হকার্স কর্নারে উচ্ছেদ অভিযান চালাল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ ও পুরসভা। ভেঙে দেওয়া হল বেআইনি বাড়ি ও দোকান। পুরসভার তরফে জানানো হয়েছে, যেখানেই বেআইনি নির্মাণ হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।