Corona Vaccination Phase 3: ১ মে থেকে ১৮ বছর বয়স হলেই মিলবে করোনা ভ্যাকসিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2021 08:54 PM (IST)
দেশজুড়ে ১৮ বছর বয়স হলেই মিলবে করোনার ভ্যাকসিন । ১ মে থেকে মিলবে ভ্যাকসিন । এবার খোলা বাজারেই মিলবে করোনার ভ্যাকসিন। ৫০% ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে সংস্থা , সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা । এবার মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনে নিতে পারবে। অর্থাৎ রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। সিদ্ধান্ত কেন্দ্রের। এর ফলে ভারত বায়োটেক বা সিরাম ইনন্সিটিউট থেকে কিনতে পারবে রাজ্য সরকার।