Cyclone Yaas Update: ভরা কোটালের সঙ্গে ইয়াস, জোড়া ফলায় জল থইথই বেলুড় মঠ ও কপিল মুনির আশ্রম চত্বর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2021 08:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুদ্ধ পূর্ণিমার সকালে ভরা কোটালে উপচে পড়ল গঙ্গা। বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাসে কপিল মুনির আশ্রমে (Kapil Muni Ashram) জমল হাঁটু সমান জল। উন্মত্ত গঙ্গার জল আছড়ে পড়ল বেলুড় মঠের দুয়ারে। সাগরে সকাল থেকেই চলছিল ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। এক সকালের ভরা কোটালের জলে প্লাবিত কপিল মুনির আশ্রম। হু হু করে আশ্রম চত্বরে ঢুকছে জল। ভরা কোটালে জোয়ারের জল আছড়ে পড়ে বেলুড় মঠ (Belur Math) চত্বরেও। মায়ের ঘাট থেকে জল পৌঁছে যায় একেবারে মন্দিরের দোরগোড়ায়।