
Bangladesh News : সীমান্তে লাগাতার উস্কানি বাংলাদেশের, মাথাভাঙায় ফের আক্রান্ত বিএসএফ
ABP Ananda LIVE : সীমান্তে লাগাতার উস্কানি বাংলাদেশের, ফের আক্রান্ত বিএসএফ। মাথাভাঙা ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে আক্রান্ত বিএসএফ। বিএসএফের ওপরে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আত্মরক্ষার্থে গুলি চালাল বিএসএফ।
সীমান্তে উস্কানি অব্যাহত, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব বিদেশমন্ত্রকের
সীমান্তে লাগাতার উস্কানি, এবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব। দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে বিদেশমন্ত্রকের তলব। ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম। লাগাতার উস্কানি, পরপর ২বার ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব। অবশেষে দিল্লির তলব, সাউথ ব্লকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। মালদা, কোচবিহার থেকে ত্রিপুরা, বারবার কাঁটাতার দিতে BSF-কে বাধা। দোসর কট্টরপন্থী বাংলাদেশিরা, BSF-কে বারবার বাধা BGB-র! বারবার সহযোগিতার বার্তা ভারতের, তাও ইতিহাস ভুলে ইউনূস সরকারের প্ররোচনা অবশেষে দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব বিদেশমন্ত্রকের।
উল্লেখ্য়, মালদার বৈষ্ণবনগর থেকে শুরু করে কোচবিহারের মেখলিগঞ্জ... কিংবা বালুরঘাট... বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির বিরুদ্ধে বারবার সীমান্তে কাঁটাতার বসাতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে রবিবার, মালদার হবিবপুরে সীমান্ত পরিদর্শনে যান বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। হবিবপুরের কেদারিপাড়া সীমান্ত চৌকিতে গিয়ে BSF আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে হবিবপুরের বিধায়ক বলেন, 'এখানে কোনও ফেন্সিং নেই। কেদারিপাড়া থেকে বেলডাঙা ৮৮ ব্য়াটেলিয়ান এখানে ২৫ কিমি তার ঘেরা নেই। রাজ্য় সরকারের ব্য়র্থতা। রাজ্য় যদি আগে ব্য়বস্থা নিত, বিএসএফ-কে দিত, বা কেন্দ্রকে জায়গা দিলে অনেক দিন আগে ফেন্সিং হয়ে যেত।'