Debanjan Deb Update: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবের কসবার অফিসে তল্লাশি CID-র
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলকোটে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে তৃণমূল (TMC) নেতাকে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তদন্তে সিট (SIT) গঠন করল জেলা পুলিশ। থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসি।
মালদায় (Malda) তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দলেরই পঞ্চায়েত সদস্যকে খুনের ষড়যন্ত্র করার অভিযোগ উঠল। ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
হরিদেবপুরে ধৃত জেএমবি জঙ্গির (JMB Militants) কাছে মেলা নথিতে সাঙ্কেতিক বার্তা। নাজিয়ুরের কাছে পাওয়া নথিতে ‘হালাল অ্যান্ড ফ্রেস’ লেখা সঙ্কেত। ‘হালাল অ্যান্ড ফ্রেস’ কী কোনও অভিযানের কোড? কী কারণে সাঙ্কেতিক বার্তা, তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ। কোথায় তৈরি হল জাল ভোটার কার্ড, আধার কার্ড? সেলিম মুন্সি, শেখ শাকিলের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশের এসটিএফ।
পাশাপাশি, শাসনে রাজ্য এসটিএফের (STF) অভিযান। প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। খড়িবাড়ি থেকে ১০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। উদ্ধার করেছে এসটিএফ। এসটিএফের জালে তিন অভিযুক্ত।
সিবিআই অফিসার (Fake CBI Officer) পরিচয়ে প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তল্লাশি চালাল পুলিশ। জোড়াবাগান এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। এই গাড়িতেই ঘুরতেন ভুয়ো সিবিআই অফিসার, দাবি পুলিশের।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ফের দেবাঞ্জনের (Debanjan Deb) কসবার অফিসে সিআইডি। দেবাঞ্জন-সহ ৪ অভিযুক্তকে নিয়ে কসবার অফিসে পৌঁছে যান সিআইডি (CID) কর্তারা। আজ বিকেল সাড়ে ৫টা নাগাদ তল্লাশি শুরু হয়। প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট ধরে এই অভিযান চলে। ইঞ্জেকশনের ভায়াল-সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।