Fake Passport: আমাদের ক্ষেত্রে বারবার ভেরিফিকেশন, আর ৭৩ জনের ক্ষেত্রে কিছুই হল না! প্রশ্ন বিচারকের।
Continues below advertisement
ABP Ananda Live: আলিপুর আদালতে পুলিশকে ভর্ৎসনা বিচারকের। 'আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশন হয়, আর ৭৩ জনের জন্য কিছুই হল না'। 'আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করল সেই নিয়ে একফোঁটাও তদন্ত এগোয়নি'। ভেরিফিরেশন কি পিওনরা করেছিল? আইও-র থেকে জানতে চাইলেন বিচারক। 'যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন?' আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি, আদালতে জানালেন আইও। আমায় গল্প শোনাবেন না, মন্তব্য বিচারকের। 'আমরা মাথায় কারা আছে দেখছি, সবার রোল আছে, সেগুলো নিয়েই বৃত্ত তৈরি হয়েছে'। আদালতে জানালেন সরকারি আইনজীবী। তাহলে নিজেদের সহকর্মী বলে যারা ভেরিফিকেশন করল তাদের আড়াল করা হচ্ছে এটা পরিষ্কার, আদালতে জানালেন অভিযুক্তদের আইনজীবী। আমি একটু সময় দিচ্ছি, হেফাজতের নির্দেশ দিচ্ছি, কী পদক্ষেপ হবে দেখি, বললেন বিচারক।
Continues below advertisement
Tags :
Bangladesh Breaking News Bangladesh Visit PROTEST Bangladesh News Bangladesh Violence On Hindu Bangladesh ISKCON Temple