লকডাউনে কর্মচ্যুত কর্মী-শ্রমিকদের আর্থিক সহায়তা ইএসআই-এর, জানুন বিস্তারিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2020 08:37 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
করোনা-আবহে কাজ হারানো কর্মী-শ্রমিকদের পাশে এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স। কর্মচ্যুত কর্মী-শ্রমিকদের আর্থিক সহায়তার কথা জানাল ইএসআই। প্রকল্পের নাম অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা। মার্চ মাসে লকডাউন শুরুর পর থেকে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদেরকে এককালন দেওয়া হবে ৯০ দিনের গড় দৈনিক বেতনের ৫০% টাকা। তবে রয়েছে ২টি শর্ত। ২৩ মার্চের আগে কর্মীর ন্যূনতম ৭৮দিনের ESI কন্ট্রিবিউশন থাকতে হবে এবং শেষ দু'বছর টানা চাকরি করতে হবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাড়ে 19 লক্ষ কর্মচারী ইএসআই-এর আওতাভুক্ত। ইএসআই সূত্রে খবর, তাঁদের মধ্যে অন্তত ২৫ শতাংশ কর্মচ্যূত হয়ে থাকতে পারেন।