Heavy Rain in Kolkata: বৃহস্পতিবার ভর দুপুরেই আকাশ কালো করে মেঘ, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2021 07:09 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভরা কটালের সঙ্গে ইয়াসের জেরে নিম্নচাপ। দুপুরেই একেবারে আকাশ কালো করে মেঘ, প্রবল বৃষ্টি। কিছুক্ষণের বৃষ্টির জেরেই জলের তলায় উত্তর ও মধ্য কলকাতার একাংশ। জল বাড়ার আশঙ্কায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। অন্যদিকে ইয়াসের জেরে প্রভাব পড়েছে দিঘায় (Digha)। পুরোটাই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দিঘা। যে সৌন্দর্যের আকর্ষণে মানুষ দিঘাতে ছুটে আসে, তা প্রায় সবটাই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে দোকানপাট। দোকানগুলি আর আস্ত নেই। বাড়িগুলি যেন এক একটা দ্বীপ। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের পর তার ক্ষত বয়ে বেড়াচ্ছে শঙ্করপুর, তাজপুর। গোটা জেলার ৮০০-র বেশি গ্রামে বন্যা পরিস্থিতি, জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।