TMC News : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক ! বিধিনিষেধ ভাঙলেন শাসকদলের বিধায়ক
ABP Ananda LIVE : প্রশাসনিক বিধিনিষেধ নিজেই ভাঙলেন শাসকদলের বিধায়ক। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা করলেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। গতকাল দক্ষিণ বারাসাত স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় পার্টি অফিস উদ্বোধনে যান বিধায়ক। সেখানেই তারস্বরে মাইক বাজানো নিয়ে শুরু হয়েছে তরজা। বিধায়কের ভূমিকায় সরব হয়েছেন তাঁরই দলের জেলা পরিষদ সদস্য। বিজেপির কটাক্ষ, ক্ষমতায় আছে বলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শব্দবিধিও মানছে না তৃণমূল। বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু, ৩০ দিনের জন্য সাসপেন্ড আরও ৩ বিজেপি বিধায়ক
বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হল ৪ বিজেপি বিধায়ককে । সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারকেও। আগামী ১ মাস তাঁরা বিধানসভায় আসতে পারবেন না।
'রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল' এই অভিযোগে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।