৭টায় বাংলা (৩): 'আগামিকাল মস্তক মুণ্ডন করব', মুকুলের বিদায়ে মন্তব্য সৌমিত্র খাঁর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুকুল রায়ের তৃণমূলের যোগদান প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "মোদিজিকে সঙ্গে নিয়ে সোনার বাংলা তৈরির অঙ্গীকার নিচ্ছি। বাংলার রাজনীতিতে তিনি মীরজাফর, আমি মনে করি উনি মৃত। আগামিকাল সকালে আমি মস্তক মুণ্ডন করব।"
এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "একুশে মুকুল রায় ছিল না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় চাণক্য আর নেই। রাতে গোয়ালে অনেক গরু দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়। আবার সকালে ফিরে আসে। ওনার দড়ি ছিঁড়ে গিয়েছিল।"
মুকুলের তৃণমূল যোগের মধ্যেই বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা। ট্যুইটারে তিনি লেখেন, 'নির্বাচন চলাকালীন দু'-একজন জন নেতাকে নিয়ে অতি মাতামাতি করা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও লবি বাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করার পরিণতি। চার্টার্ড ফ্লাইটের রয়্যাল যাত্রীদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনও সময় আছে, বঙ্গ বিজেপির উচিত লবিবাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো।'
বিজেপি নেতা শীলভদ্র দত্ত বলেন, 'এটা তাঁর নিজের ব্যাপার। তবে এগুলো বারবার করলে মানুষের রাজনীতির উপরে বিতৃষ্ণা আসবে।'