JMB Terrorists Arrest Update: আল-কায়দার শাখা সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়েছিল ধৃত JMB জঙ্গি নাজিউর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতার হরিদেবপুরে তিন জেএমবি (JMB) জঙ্গি গ্রেফতার হয়। এই ঘটনায় তদন্তকারীদের হাতে উঠে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, বড়িশার এক বৃদ্ধকে ভুল বুঝিয়ে তার ভোটার কার্ডের জেরক্স নিয়ে জাল পরিচয়পত্র তৈরি করা হয়। নিজেকে ভারতীয় প্রমাণ করতে এইভাবেই জাল পরিচয়পত্র তৈরি করেছিল নাজিউর ওরফে জয়রাম ব্যাপারি। এই বিষয়ে নাজিউরকে সাহায্য করেছিল শেখ সেলিম। প্রসঙ্গত, ধৃত নাজিউর আনসারুল্লা আল-কায়দার শাখা সংগঠনের থেকে প্রশিক্ষণ নিয়েছিল। ২০১৯-এ বাংলাদেশে জঙ্গি কার্যকলাপে যুক্ত হয় নাজিউর। পুলিশের দাবি, ধরা পড়ার আশঙ্কায় কলকাতা থেকে মধ্যপ্রাচ্যের কোনও দেশে পালানোর পরিকল্পনা ছিল ওই জঙ্গির।
সোমবার ভর সন্ধেয় প্রকাশ্যে খুন হন তৃণমূলের (TMC) মঙ্গলকোটের লাকুড়িয়ার অঞ্চল সভাপতি অসীম দাস। ঘটনায় বিজেপির (BJP) দিকে আঙুল তুলেছে শাসকদল। খুনের পিছনে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। যদিও পরিবারের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন তৃণমূল নেতা। সিন্ডিকেট রাজের প্রতিবাদ করার কারণেই তাঁকে দলীয় পদ থেকে সরিয়ে খুনের ছক করা হয়েছিল বলে নিহত নেতার পরিবারের তরফে দাবি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে খুনের নেপথ্যে দুষ্কৃতীদের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ ঘটনাস্থলে যায় সিআইডি (CID)।
বর্ধমানে দিলীপ ঘোষের সভায় বিশৃঙ্খলা। সভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে চিৎকার। এদিন বর্ধমান শহরে জেলা কার্যালয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানে নিজেকে বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি বলে দাবি করে সভায় ঢুকতে যান এক ব্যক্তি। বাধা দেওয়ায় চিৎকার করে প্রতিবাদ জানান তিনি। বিজেপি নেতা বলে দাবি করা ওই ব্যক্তির অভিযোগ, পুরনো কর্মীদের পরিবর্তে দলে এখন সুযোগ সন্ধানীদের কদর বেশি। তোলাবাজদের নিয়ে দল চালানো হচ্ছে বলেও দাবি করেন ওই ব্যক্তি। এ নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দিল্লির চাণক্যপুরীর এক পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করার পর আজ হাওড়ায় নিয়ে আসা হল জগাছার বাসিন্দা, প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। আপাতত তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে জগাছা থানায়। দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে শুভদীপকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করে স্বামীর পরিচয় ফাঁস করেছেন। ধৃতকে তিনদিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আজ ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।