West Bengal Election 2021: কামারহাটিতে 'আক্রান্ত' রাজু, অসুস্থ মদন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়ের (Raju Banerjee) গাড়ির উপর হামলা। আহত বিজেপি (BJP) প্রার্থী। বহিরাগতদের এনে হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। তিনি বলেন, 'সকাল থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে মদন মিত্র (Madan Mitra)। আমি অনেক দিন ধরে অভিযোগ করেছি এলাকায় বহিরাগতরা আশ্রয় নিয়েছে। সেই বহিরাগতরাই আজ আমার উপর আক্রমণ চালিয়েছে।' অন্যদিকে ভোটের দিন অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র (Madan Mitra)। তাঁকে অক্সিজেন মাস্ক দিতে হয়। তৃণমূল প্রার্থীর চিকিৎসায় তৃণমূল পার্টি অফিসে এলেন চিকিৎসক। সকাল থেকেই ভোট প্রক্রিয়ায় ব্যস্ত ছিলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী। অসুস্থ হওয়ার পরেই তাকে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। মদন মিত্রকে খোঁচা দিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, কামারহাটিতে এবার তৃতীয় স্থানে থাকবেন মদন মিত্র।